বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা
- আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেণ্টে গোয়ালন্দ পৌরসভা বালক দল (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-০ গোলে উজানচর ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। এ নিয়ে পৌরসভা দল এ টুর্নামেন্টে টানা ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
চ্যাম্পিয়ন দলের পক্ষে দুটি গোল করেন শ্রাবণ ও অশ্রু। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শ্রাবন।ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় রানারআপ দলের এনায়েত হোসেন।
সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমূখ।
ফাইনাল খেলা পরিচালনায় ছিলেন সাবেক ফুটবলার মাহফুজুর রহমান মিলন, মিরাজ বিশ্বাস,মোঃ আশিক ও সাজ্জাদ হোসেন।