সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পদ্মার এক কাতল বিশ হাজার টাকায় বিক্রি
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ২০ হাজার ৩শ টাকা। দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা যমুনার-মোহনায় মাছটি স্থানীয় জেলে আনিস হালদারের জালে ধরা পরে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৭ টার দিকে আনিস হালদার মাছটি দৌলতদিয়া বাজারে রওশনের আড়তে বিক্রির জন্য আনলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমায়। পরে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বচ্চ দরদাতা হিসাবে ১৪শ টাকা কেজি দরে ১৯হাজার ৬শ টাকায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৪শ টাকা কেজি দরে মাছটি ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৪শ ৫০ টাকা কেজি দরে মোট বিশ হাজার ৩শ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। এতে আমার মাছটি ক্রয়-বিক্রয়ে ৭০০ টাকা ব্যবসা হয়।