মুক্তি মহিলা সমিতির রজতজয়ন্তী উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
২৫ বছরে পা রাখল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী ও পল্লীর আশপাশ এলাকার অসহায় নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)।
এ উপলক্ষে বুধবার সমিতির নিজস্ব কার্যালয়ে রজতজয়ন্তী উদযাপন ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। তিনি ২৫ বছর পূর্তিতে সংগঠনের সকলকে শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ত্ব করেন এমএমএসের কার্যনির্বাহী কমিটির সভানেত্রী শেফালী বেগম।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। তিনি বলেন, নানা চড়াৎ-উৎরাই, জেল-জুলুম, হামলা, হুমকি উপেক্ষা করে মুক্তি মহিলা সমিতি আজ ২৫ বছরে পা রাখল। এই দীর্ঘ সময়ে সংগঠনটি এ এলাকার অসহায় নারী ও শিশুদের কাছে একটি নির্ভরতার জায়গায় পরিনত হয়েছে। সভা সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা: প্রদীপ কান্তি পাল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা বেগম প্রমূখ।
সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ, আয় ব্যায় ও বাজেট ছাড়াও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে এমএমএসের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ছাড়াও পল্লীর শতাধিক যৌনজীবি নারী অংশগ্রহন করেন।