সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দাদশী ইউপির সিংঙা বাজারে অস্থায়ী পশুর হা‌ট, প্রথম দিনেই বিপুল সংখ্যক পশুর সমাহার

পদ্মা বুলেটিন ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উদ্বোধ‌নের প্রথম দিনই জ‌মে উঠে‌ছে রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের সিংঙা বাজা‌রের অস্থায়ী পশুর হাট। শুক্রবার দুপু‌রে দাদশী ইউনিয়‌নের চেয়ারম‌্যান দে‌লে‌ায়ার শেখ দে‌লো সহ বাজার ক‌মি‌টি এই পশু হা‌টের উদ্বোধন ক‌রেন।

এই হাট‌টি প্রতি শুক্র ও মঙ্গলবার নির্ধারন করা হ‌য়ে‌ছে। ত‌বে কোরবা‌নির ঈদ উপল‌ক্ষে আগামী মঙ্গল ও বুধবার দু’‌দিনই হাট বস‌বে।

সরজ‌মি‌নে গি‌য়ে দেখাযায়, দেশী, ফ্রিজিয়ান, শংকর সহ বি‌ভিন্ন জা‌তের ছোট বড় প্রায় শতা‌ধিক গরু ও ২০‌টি বে‌শি খা‌সি হা‌টে বি‌ক্রির জন‌্য নি‌য়ে এসে‌ছে পশুর মা‌লিক  ও ব‌্যাপারীরা। এ সময় ক্রেতা‌রা ঘুর‌ছেন পছ‌ন্দের পশু‌টি কিন‌তে। এবং উদ্বোধ‌নের দুই ঘন্টার ম‌ধ্যে ৪‌টি গরু ও ২‌টি খা‌সি বি‌ক্রি হ‌য়ে‌ছে। হা‌টে বিশাল দে‌হের অ‌ধিকারী ৩৫ থে‌কে ৪০ ম‌নের রাজবাড়ীর সিংহরাজ সহ বেশ ক‌য়েক‌টি বড় গরু উঠে‌ছে।
ক্রেতারা ব‌লেন, হা‌টে বড় ছোট সব ধর‌নের গরু ও ছাগল আছে। কিন্তু দাম একটু বে‌শি। ত‌বে পছন্দ হ‌লেই কিন‌বেন। ত‌বে হাট বসা‌নোর জন‌্য চেয়ারম‌্যানসহ বাজার কম‌ি‌টিকে ধন‌্যবাদ।
ব‌্যাবসায়ীরা ব‌লেন, হা‌টে দেশী জা‌তের গরুর সংখ‌্যা বে‌শি। অ‌নেক গরু উঠে‌ছে। সে অনুযায়ী ক্রেতা কম। আবার অ‌নে‌কে নতুন হাট দেখ‌তে এসে‌ছে। ত‌বে আশ‌া কর‌ছেন সময় যত যা‌বে ততই ক্রেতা‌দের সমাগম বাড়‌বে। এছাড়া হা‌টে বড় বড় গাছ থাকায় পশু, ক্রেতা ও তা‌দের সবার জন‌্যই ভাল হ‌য়ে‌ছে। হা‌সিল কম থাক‌ায় তারা খু‌শি।
দাদশী ইউনিয়‌নের চেয়ারম‌্যান দে‌লে‌ায়ার শেখ দে‌লো ব‌লেন, ইউনিয়ন বাসীর দীর্ঘ দি‌নের দাবি ছিলো এক‌টি পশুর হা‌টের। তি‌নি নির্বা‌চিত হবার পর জনগ‌ণের ইচ্ছা পূর‌নে কাজ শুরু ক‌রেন। যার ধারাবা‌হিকতায় সিংঙ‌া বাজার ক‌মি‌টির দা‌বির প্রেক্ষি‌তে প্রশাস‌নের অনু‌মো‌তি নি‌য়ে অস্থ‌ায়ী হাট বসা‌নোর ব‌্যবস্থা ক‌রেন। আজ প্রথম হাট। প্রথম দি‌নে এতো পশু বাজা‌রে উঠ‌বে তি‌নি নি‌জেও ধারনা কর‌তে পা‌রেন নাই। এবং হা‌টে ক্রেতা ও ব‌্যাপারীরাও অ‌নেক আছে। বাজা‌রে সি‌সি ক‌্যামেরার পা‌শাপা‌শি তিনি নি‌জেও হাটে তদার‌কি কর‌ছেন। ক্রেতা এবং ব‌্যবসায়ী সবার নিরাপত্তা র‌য়ে‌ছে। এছাড়া টাকা লেন‌দে‌নের জন‌্য ব‌্যাং‌কিং ব‌্যবস্থাও র‌য়ে‌ছে। সব‌চে‌য়ে বড় বিষয় হ‌চ্ছে এই হা‌টে নাম মাত্র হা‌সিল নেওয়া হ‌চ্ছে। ক্রেতারা ১ লক্ষ টাকার ওপ‌রের পশু কিনলে ১ হাজার এবং ১ লক্ষ টাকার নি‌চের পশু হ‌লে মাত্র ৫শ টাকা। এছাড়া ব‌্যাপারীরা যত টাকার পশুই কিনুক না কেন, তা‌দের হা‌সিল মাত্র ৫শ টাকা। আশা কর‌ছেন আগামী মঙ্গল ও বুধবার হাট আরও জ‌মে উঠ‌বে। এবং এই হাট‌টি স্থায়ী হাট করার প‌রিকল্পনা র‌য়ে‌ছে। এছাড়া এই হাট‌টি জেলার ম‌ধ্যে বৃহৎ এক‌টি পশুর হাট হ‌বে ব‌লে তি‌নি আশাবাদী। এ জন‌্য প্রশাসনসহ বাজার ক‌মি‌টি ও স্থানীয়‌দের সহ‌যো‌গিতা প্রয়োজন।
সিংঙ‌া বাজার ক‌মিটির সাধারন সম্পাদক সুমন শেখ ব‌লেন, প্রথম দি‌নেই বিপুল সংখ‌্যক গরু-ছাগল উঠে‌ছে। আশা কর‌ছেন বেচা কেনাও ভাল হ‌বে। এবং আগামী দুই দিন আরও জমজমাট হ‌বে হাট। এই হা‌টের মত আশপা‌শে এতো পশু কোন হা‌টে উঠ‌বে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাদশী ইউপির সিংঙা বাজারে অস্থায়ী পশুর হা‌ট, প্রথম দিনেই বিপুল সংখ্যক পশুর সমাহার

আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
উদ্বোধ‌নের প্রথম দিনই জ‌মে উঠে‌ছে রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের সিংঙা বাজা‌রের অস্থায়ী পশুর হাট। শুক্রবার দুপু‌রে দাদশী ইউনিয়‌নের চেয়ারম‌্যান দে‌লে‌ায়ার শেখ দে‌লো সহ বাজার ক‌মি‌টি এই পশু হা‌টের উদ্বোধন ক‌রেন।

এই হাট‌টি প্রতি শুক্র ও মঙ্গলবার নির্ধারন করা হ‌য়ে‌ছে। ত‌বে কোরবা‌নির ঈদ উপল‌ক্ষে আগামী মঙ্গল ও বুধবার দু’‌দিনই হাট বস‌বে।

সরজ‌মি‌নে গি‌য়ে দেখাযায়, দেশী, ফ্রিজিয়ান, শংকর সহ বি‌ভিন্ন জা‌তের ছোট বড় প্রায় শতা‌ধিক গরু ও ২০‌টি বে‌শি খা‌সি হা‌টে বি‌ক্রির জন‌্য নি‌য়ে এসে‌ছে পশুর মা‌লিক  ও ব‌্যাপারীরা। এ সময় ক্রেতা‌রা ঘুর‌ছেন পছ‌ন্দের পশু‌টি কিন‌তে। এবং উদ্বোধ‌নের দুই ঘন্টার ম‌ধ্যে ৪‌টি গরু ও ২‌টি খা‌সি বি‌ক্রি হ‌য়ে‌ছে। হা‌টে বিশাল দে‌হের অ‌ধিকারী ৩৫ থে‌কে ৪০ ম‌নের রাজবাড়ীর সিংহরাজ সহ বেশ ক‌য়েক‌টি বড় গরু উঠে‌ছে।
ক্রেতারা ব‌লেন, হা‌টে বড় ছোট সব ধর‌নের গরু ও ছাগল আছে। কিন্তু দাম একটু বে‌শি। ত‌বে পছন্দ হ‌লেই কিন‌বেন। ত‌বে হাট বসা‌নোর জন‌্য চেয়ারম‌্যানসহ বাজার কম‌ি‌টিকে ধন‌্যবাদ।
ব‌্যাবসায়ীরা ব‌লেন, হা‌টে দেশী জা‌তের গরুর সংখ‌্যা বে‌শি। অ‌নেক গরু উঠে‌ছে। সে অনুযায়ী ক্রেতা কম। আবার অ‌নে‌কে নতুন হাট দেখ‌তে এসে‌ছে। ত‌বে আশ‌া কর‌ছেন সময় যত যা‌বে ততই ক্রেতা‌দের সমাগম বাড়‌বে। এছাড়া হা‌টে বড় বড় গাছ থাকায় পশু, ক্রেতা ও তা‌দের সবার জন‌্যই ভাল হ‌য়ে‌ছে। হা‌সিল কম থাক‌ায় তারা খু‌শি।
দাদশী ইউনিয়‌নের চেয়ারম‌্যান দে‌লে‌ায়ার শেখ দে‌লো ব‌লেন, ইউনিয়ন বাসীর দীর্ঘ দি‌নের দাবি ছিলো এক‌টি পশুর হা‌টের। তি‌নি নির্বা‌চিত হবার পর জনগ‌ণের ইচ্ছা পূর‌নে কাজ শুরু ক‌রেন। যার ধারাবা‌হিকতায় সিংঙ‌া বাজার ক‌মি‌টির দা‌বির প্রেক্ষি‌তে প্রশাস‌নের অনু‌মো‌তি নি‌য়ে অস্থ‌ায়ী হাট বসা‌নোর ব‌্যবস্থা ক‌রেন। আজ প্রথম হাট। প্রথম দি‌নে এতো পশু বাজা‌রে উঠ‌বে তি‌নি নি‌জেও ধারনা কর‌তে পা‌রেন নাই। এবং হা‌টে ক্রেতা ও ব‌্যাপারীরাও অ‌নেক আছে। বাজা‌রে সি‌সি ক‌্যামেরার পা‌শাপা‌শি তিনি নি‌জেও হাটে তদার‌কি কর‌ছেন। ক্রেতা এবং ব‌্যবসায়ী সবার নিরাপত্তা র‌য়ে‌ছে। এছাড়া টাকা লেন‌দে‌নের জন‌্য ব‌্যাং‌কিং ব‌্যবস্থাও র‌য়ে‌ছে। সব‌চে‌য়ে বড় বিষয় হ‌চ্ছে এই হা‌টে নাম মাত্র হা‌সিল নেওয়া হ‌চ্ছে। ক্রেতারা ১ লক্ষ টাকার ওপ‌রের পশু কিনলে ১ হাজার এবং ১ লক্ষ টাকার নি‌চের পশু হ‌লে মাত্র ৫শ টাকা। এছাড়া ব‌্যাপারীরা যত টাকার পশুই কিনুক না কেন, তা‌দের হা‌সিল মাত্র ৫শ টাকা। আশা কর‌ছেন আগামী মঙ্গল ও বুধবার হাট আরও জ‌মে উঠ‌বে। এবং এই হাট‌টি স্থায়ী হাট করার প‌রিকল্পনা র‌য়ে‌ছে। এছাড়া এই হাট‌টি জেলার ম‌ধ্যে বৃহৎ এক‌টি পশুর হাট হ‌বে ব‌লে তি‌নি আশাবাদী। এ জন‌্য প্রশাসনসহ বাজার ক‌মি‌টি ও স্থানীয়‌দের সহ‌যো‌গিতা প্রয়োজন।
সিংঙ‌া বাজার ক‌মিটির সাধারন সম্পাদক সুমন শেখ ব‌লেন, প্রথম দি‌নেই বিপুল সংখ‌্যক গরু-ছাগল উঠে‌ছে। আশা কর‌ছেন বেচা কেনাও ভাল হ‌বে। এবং আগামী দুই দিন আরও জমজমাট হ‌বে হাট। এই হা‌টের মত আশপা‌শে এতো পশু কোন হা‌টে উঠ‌বে না।