দৌলতদিয়ায় পূর্বপাড়ার ১৪’শ অসহায় নারীর মাঝে কোরবানীর মাংস বিতরণ
- আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
দেশের সর্বৃবহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দৌলতদিয়া যৌনপল্লীর (পূর্বপাড়া) ১৪’শত অসহায় নারীর মাঝে বেসরকারী সংগঠন ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।
এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান, পুলিশের এডিশনাল আইজি হাবিবুর রহমান (বিপিএম বার) (পিপিএম বার)।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৫ টায় দৌলতদিয়া রেলষ্টেশন চত্বরে উপকারভোগী প্রত্যেককে ১ কেজি করে মোট ১৪’শত কেজি মাংস বিতরণ করা হয়। এর জন্য ৬ টি গরু কোরবানীর দেয়া হয়।
মাংস বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইফতেখারুজ্জামান
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উত্তরন ফাউন্ডেশনের সদস্য সৈয়দ মোশাররফ আলী মীরশাদ, লুলুয়াল মারজান, যৌনজীবীদের সংগঠন অসহায় নারী ঐক্য কল্যান সমিতির সভানেত্রী ও উত্তরন ফাউন্ডেশনের সদস্য ঝুমুর বেগম, সাধারন সম্পাদক মনি বেগম, উত্তরণ ফাউন্ডশন গোয়ালন্দ শাখার সভাপতি মাহিয়া মাহি প্রমুখ।
ঈদের দিনে এই কোরবানির মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, আমরা এ পল্লীর বাসিন্দারা সচরাচর কোরবানির মাংস খেতে পাই না। হাবিবুর রহমান স্যারের বদৌলতে বিগত ৪ বছর ধরে আমরা কোরবানির ঈদে মাংস খেতে পাচ্ছি।
মাংস বিতরণ প্রসঙ্গে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এডিশনাল আইজিপি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত ১৪’শত পরিবারের মাঝে এক কেজি করে কোরবানীর মাংস উপহার দিয়েছেন। এখানকার পিছিয়ে পড়া নারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আমরা আনন্দিত। সমাজের বিত্তবান সকল মানুষদের এভাবে এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।