রাজবাড়ীতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর পরিকল্পনা নতুন ডিসির
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় :
০৪:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ী জেলায় তথ্য আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, “রাজবাড়ী জেলায় আমরা ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করতে চাই। এর মাধ্যমে জনগণ সরাসরি জেলা প্রশাসনকে তাদের সমস্যার তথ্য জানাতে পারবেন এবং এসব তথ্যের অবস্থা সম্পর্কে আপডেটও পেতে পারবেন। তাছাড়া, এই অ্যাপের মাধ্যমে জনগণ সহজেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “অ্যাপটি দ্রুত চালু করার জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। এছাড়া, এই অ্যাপে আমাদের দৈনন্দিন কার্যক্রমের তথ্য থাকবে, যা সাংবাদিকদের কাজেও সহায়ক হবে।”
জেলা প্রশাসক সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। আপনারা সমাজের প্রয়োজনীয় তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা তথ্যের ভিত্তিতে রিপোর্ট করবেন, সত্য তুলে ধরবেন। রিপোর্ট কার পক্ষে বা বিপক্ষে গেল সেটি নিয়ে ভাবার প্রয়োজন নেই। কোনো সহযোগিতা লাগলে আমি পাশে থাকবো।”
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের ব্যাপারে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে মতামত ও প্রস্তাবনা দেন। জেলা প্রশাসক এসব বিষয়ে সমাধানের আশ্বাস দেন।
সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন