বালিয়াকান্দিতে অটো চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
- আপডেট সময় :
০১:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
৭
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অটোচার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মন্ডল (৩৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জঙ্গল গ্রামের বৌদ্ধনাথ মন্ডলের ছেলে।
বুধবার সকাল ৭টার দিকে জঙ্গল গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের বাবা বৌদ্ধনাথ মন্ডল জানান, বিদ্যুৎ মন্ডল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অটো চালানোর পর কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গল ইউনিয়নের মধ্যপাড়া নিতাই গৌড় শিবা আশ্রমে যান। অনুষ্ঠান শেষে রাত ৮টায় বাড়ি ফিরে অটোটি চার্জে লাগিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে চার্জ থেকে অটো খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। শব্দ শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে অটোতে পড়ে থাকতে দেখেন। বাবা বৌদ্ধনাথ মন্ডল ছেলেকে ধরতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন ছুটে এসে মেইন সুইচ বন্ধ করে। পরে বিদ্যুৎকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন