রাজবাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কোরআন ছবক ও পুরস্কার বিতরণ
উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
- আপডেট সময় :
০২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১০
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১২৮ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান এবং ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ কেয়ারটেকার ফারুক-ই আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম এম হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন এবং বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন মডেল কেয়ারটেকার মোঃ মোতাহার হোসেন খান। আরও উপস্থিত ছিলেন অভিভাবক সাদিপুর আমিনা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা কোরবান আলী এবং শিক্ষার্থী মোছাঃ আয়শা মালিহা।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ গোলাম মওলা শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান করেন। মোঃ রিয়াদ মন্ডল নাতে রাসুল পরিবেশন করেন। পরে অনুষ্ঠানের অতিথিরা ৮টি কেন্দ্রের ১২৮ জন শিক্ষার্থীর মাঝে কোরআন ছবক এবং ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
নিউজটি শেয়ার করুন