পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও কন্যাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) ২১ বছর পর পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
মিরাজুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে মিরাজুল হক তার ছোট স্ত্রী ও কন্যাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর মামলা হলে আদালত তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং খাগড়াছড়ির গুইমারা এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিলেন। ২০১৯ সাল থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের অভিযান চালিয়ে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ২১ বছর পর গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে মঠবাড়িয়ায় এনে আদালতে প্রেরণ করা হবে।”