গোয়ালন্দে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী-১ আসেনর সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার রেলগেইটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়ামিন ডেইজি, সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসমিন আক্তার (পিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মোছা. রাজিয়া বেগম, এবং গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. সারমিন হালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম ফকির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, সাবেক গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি এডভোকেট এবিএম ছাত্তার, এবং উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, উপজেলার মহিলা দলের বিভিন্ন ইউনিট থেকে আগত মহিলা নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।