কালুখালীতে নাচ-গানের ফতোয়া নিয়ে ইমাম বিপাকে, ইমাম কমিটির প্রতিবাদ সভা

আবু সাঈদ নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণ বাড়িয়া এলাকার লস্করদিয়া কাজী বাড়ি জামে মসজিদের ইমাম একটি নাচ-গানের অনুষ্ঠানের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় বিপাকে পড়েছেন। বিষয়টি কেন্দ্র করে সোমবার (২৫ নভেম্বর) সকালে মসজিদ প্রাঙ্গণে কালুখালী উপজেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঘটনার সূত্রপাত মসজিদের পাশের বাড়িতে অনুষ্ঠিত এক গানের আসর ও মিলাদ মাহফিলে ইমামের দাওয়াত প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে। ইমাম খুতবার সময় ইসলামে নাচ-গানের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন। এতে গানের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ইমামকে মসজিদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন।

সংবাদ পেয়ে কালুখালী উপজেলা ইমাম কমিটির নেতারা সেখানে উপস্থিত হয়ে একটি সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাফেজ আ. মালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন, মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা ইউনুছ আলী।

এছাড়া, মসজিদ কমিটির সভাপতি আমিরুল কাজী এবং এলাকার মুসল্লি ও সাধারণ জনগণও সভায় অংশগ্রহণ করেন। সভায় নাচ-গানের ইসলামি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা হয়।

আলোচনার পর, মসজিদ কমিটির সভাপতি আমিরুল কাজী নিজের ভুল স্বীকার করে এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি সবার প্রতি ইসলামের পথে চলার আহ্বান জানান এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এই ঘটনার পর, ইমাম কমিটি বিষয়টি সমাধানের ওপর জোর দেন এবং ইসলামি শিক্ষা প্রচারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালীতে নাচ-গানের ফতোয়া নিয়ে ইমাম বিপাকে, ইমাম কমিটির প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণ বাড়িয়া এলাকার লস্করদিয়া কাজী বাড়ি জামে মসজিদের ইমাম একটি নাচ-গানের অনুষ্ঠানের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় বিপাকে পড়েছেন। বিষয়টি কেন্দ্র করে সোমবার (২৫ নভেম্বর) সকালে মসজিদ প্রাঙ্গণে কালুখালী উপজেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঘটনার সূত্রপাত মসজিদের পাশের বাড়িতে অনুষ্ঠিত এক গানের আসর ও মিলাদ মাহফিলে ইমামের দাওয়াত প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে। ইমাম খুতবার সময় ইসলামে নাচ-গানের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন। এতে গানের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ইমামকে মসজিদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন।

সংবাদ পেয়ে কালুখালী উপজেলা ইমাম কমিটির নেতারা সেখানে উপস্থিত হয়ে একটি সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাফেজ আ. মালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন, মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা ইউনুছ আলী।

এছাড়া, মসজিদ কমিটির সভাপতি আমিরুল কাজী এবং এলাকার মুসল্লি ও সাধারণ জনগণও সভায় অংশগ্রহণ করেন। সভায় নাচ-গানের ইসলামি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা হয়।

আলোচনার পর, মসজিদ কমিটির সভাপতি আমিরুল কাজী নিজের ভুল স্বীকার করে এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি সবার প্রতি ইসলামের পথে চলার আহ্বান জানান এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এই ঘটনার পর, ইমাম কমিটি বিষয়টি সমাধানের ওপর জোর দেন এবং ইসলামি শিক্ষা প্রচারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।