কালুখালীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন

আবু সাঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে

Oplus_131072

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কাউছার, নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অফিস, সমাজসেবা অফিস, প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার স্টল নির্মিত হয়। প্রতিটি স্টলে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম ও উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করা হয়।

স্থানীয় পর্যায়ে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কাজের পরিচিতি ও সম্প্রসারণে এ ধরনের উদ্যোগকে উপস্থিত ব্যক্তিবর্গ সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কাউছার, নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অফিস, সমাজসেবা অফিস, প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার স্টল নির্মিত হয়। প্রতিটি স্টলে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম ও উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করা হয়।

স্থানীয় পর্যায়ে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কাজের পরিচিতি ও সম্প্রসারণে এ ধরনের উদ্যোগকে উপস্থিত ব্যক্তিবর্গ সাধুবাদ জানান।