গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র সভায় অংশগ্রহণকারীদের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, এবং মাদক বিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।