উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে কালুখালীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবিতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কালুখালী রেলওয়ে স্টেশন থেকে কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি কালুখালী স্টেশন বাজার ও রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, হাফেজ জয়নাল আবেদিন, আবুল কালাম আজাদ, এবং মাওলানা নিজাম উদ্দিন।
বক্তারা দেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানান এবং এর কার্যক্রমকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে আখ্যা দেন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সংগঠনের কার্যক্রম বন্ধ করা জরুরি বলে মনে করেন তারা।