দৌলতদিয়ায় আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজের উদ্বোধন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজ (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে চর দৌলতদিয়া হুকুম মাতুব্বর পাড়া (হামিদ মৃধার হাট সংলগ্ন) আলহাজ্ব আলীনেয়াজ মোল্লা’র বাড়ীর পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হামিদ মৃধা, আলীনেওয়াজ মোল্লা, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, সাংবাদিক মেহেদুল হাসান আক্কাস, সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান মৃধা, জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ আইডিয়াল স্কুলের শিক্ষক রমেশচন্দ্র প্রমূখ।

সভায় বক্তারা শিক্ষার গুরুত্ব ও চরাঞ্চলে এর প্রসারের ওপর আলোকপাত করেন। তারা বলেন, এই স্কুল অ্যান্ড কলেজ চর দৌলতদিয়ার শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি এলাকার শিক্ষার হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়েশা আলীনেয়াজ স্কুল অ্যান্ড কলেজ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা প্রদান করবে। চরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই প্রতিষ্ঠান চরবাসীর শিক্ষার নতুন দুয়ার উন্মোচন করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে, এই প্রতিষ্ঠানটি চর দৌলতদিয়ার মানুষের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সন্জিত রায় সঞ্জু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দৌলতদিয়ায় আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজের উদ্বোধন

আপডেট সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজ (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে চর দৌলতদিয়া হুকুম মাতুব্বর পাড়া (হামিদ মৃধার হাট সংলগ্ন) আলহাজ্ব আলীনেয়াজ মোল্লা’র বাড়ীর পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হামিদ মৃধা, আলীনেওয়াজ মোল্লা, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, সাংবাদিক মেহেদুল হাসান আক্কাস, সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান মৃধা, জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ আইডিয়াল স্কুলের শিক্ষক রমেশচন্দ্র প্রমূখ।

সভায় বক্তারা শিক্ষার গুরুত্ব ও চরাঞ্চলে এর প্রসারের ওপর আলোকপাত করেন। তারা বলেন, এই স্কুল অ্যান্ড কলেজ চর দৌলতদিয়ার শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি এলাকার শিক্ষার হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়েশা আলীনেয়াজ স্কুল অ্যান্ড কলেজ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা প্রদান করবে। চরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই প্রতিষ্ঠান চরবাসীর শিক্ষার নতুন দুয়ার উন্মোচন করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে, এই প্রতিষ্ঠানটি চর দৌলতদিয়ার মানুষের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা আলীনেয়াজ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সন্জিত রায় সঞ্জু।