সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে পদ্মার ৫২ কেজির বাগাইড় ৭২,৮০০ টাকায় বিক্রি
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
- আপডেট সময় : ০১:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ৫২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ উন্মুক্ত নিলামে ৭২,৮০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত হালিম মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।
প্রতি কেজি ১,৩০০ টাকা দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ৬৭,৬০০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি টাঙ্গাইলের এক ধনাঢ্য ব্যক্তির কাছে প্রতি কেজি ১,৪০০ টাকা দরে ৭২,৮০০ টাকায় বিক্রি করেন।
নদীর এমন একটি বিরাট বাঘাইড় মাছ বাজারে আনায় স্থানীয় বাসিন্দা ও ক্রেতারা ভিড় করেন। পদ্মার বড় মাছ নিয়ে দৌলতদিয়া মাছ বাজারে এ ধরনের উৎসবমুখর পরিবেশ প্রায়ই দেখা যায়।
মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “পদ্মার বড় মাছ, বিশেষত বাঘাইড়ের মতো সুস্বাদু মাছের চাহিদা অনেক বেশি। এসব মাছ খুব দ্রুত বিক্রি হয়ে যায়।”
স্থানীয় বাজারের এই আয়োজন পদ্মা নদী ও মাছের প্রতি মানুষের ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছে ক্রেতারা।