গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারমিন আহমেদ তিথি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস সফলভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।