গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের দেরাজতুল্লা মৃধা ডাঙ্গা ঈদগাহ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাজিরুল ইসলাম তিতাস উপদেষ্টা রাজবাড়ী জেলা বিএনপি, শহিদুল ইসলাম বাবলু সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সোনিয়া আক্তার স্মৃতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা মহিলা দল, মুরাদ আল রেজা যুগ্ন আহবায়ক জেলা যুবদল, মাহমুদ হোসেন লিটন সহ সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখা, রেজাউল হাসান মিঠু সভাপতি উপজেলা ছাত্রদল, মুক্তার মাহমুদ সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, কাউসার খান সহ-সভাপতি উপজেলা ছাত্রদল প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ব্লাক প্যানথার বনাম মৃধা স্পীড ফায়ার্স।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরিয়ান ইফতিয়ারের পরিচালনায় আম্পিয়ার হিসেবে ছিলেন সোহাগ ও রবিন।