দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চারদিনে কুয়াশা থামিয়ে দিল ২৪ কর্মঘণ্টা
- আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় টানা চারদিনে প্রায় ২৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী ও যানবাহন চালকদের। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এর আগে টানা চারদিনে বারবার ফেরি চলাচল বন্ধ হয়ে যাত্রীদের কর্মঘণ্টা কার্যত থেমে যায়।
কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল ১০ ডিসেম্বর ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত (৩ ঘণ্টা), ১১ ডিসেম্বর রাত ১২টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত (৮ ঘণ্টা ২০ মিনিট), ১২ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত (৭ ঘণ্টা ১৫ মিনিট), এবং ১৩ ডিসেম্বর রাত আড়াইটা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত (২ ঘণ্টা ৪৫ মিনিট) এ নিয়ে গত চার দিনে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ছিল ২৩ ঘন্টা ৫০ মিনিট।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, “কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।”
ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকরা কর্মঘণ্টা নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তির শিকার হন।
তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।