কালুখালীতে ইসলামী ফাউন্ডেশনের বিজয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কালুখালী শাখা সকাল ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আঃ কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী সরকারি কলেজের প্রভাষক আবু বকর, প্রভাষক রাশেদুল ইসলাম, মডেল কেয়ারটেকার ইউনুস আলী এবং সাধারণ কেয়ারটেকার আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।