সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের কবর ও স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এবং পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের উপস্থিতিতে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল, লোকোশেড বধ্যভূমি, শহরের রেলগেট এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং বীর শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্য আয়োজনের মধ্যে সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, রাজবাড়ী সদর হাসপাতালে উন্নত খাবার পরিবেশন সন্ধ্যায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
দিনব্যাপী আয়োজনে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিজয়ের এই দিনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।