কালুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ডিবিপি বাজার বণিক সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলার ডিবিপি বাজার বণিক সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মৃগী বিবিসি বাজার বণিক সমিতির সভাপতি আবু সাঈদ হান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার ডিজিএম আবু নাইম মোঃ আলী হায়দার, জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মর্তুজা, কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এবং মৃগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিবিপি বণিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ তৈয়বুর রহমান খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক জাহিদ ফকির। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এতেম আলী ফকির।
প্রধান অতিথি দেবব্রত সরকার তার বক্তব্যে মাদক ও সন্ত্রাস দমনে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে এবং কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সকলে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া ২০২৪ সালে নিহত শহীদদের স্মরণে দোয়া ও অসুস্থ ছাত্র-জনতার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।