সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

রাজবাড়ীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে

Oplus_131072

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান।
অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিরা কেক কেটে বড়দিনের আনন্দে শামিল হন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। বড়দিনের এই আয়োজন সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়।”
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের মাঝে উপহার বিতরণ করেন, যা আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। সকাল থেকেই চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন রাজবাড়ী চার্চের যাজক জেমস হালদার।
দিনব্যাপী আয়োজনে বিশেষ প্রার্থনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

আপডেট সময় : ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান।
অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিরা কেক কেটে বড়দিনের আনন্দে শামিল হন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। বড়দিনের এই আয়োজন সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়।”
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের মাঝে উপহার বিতরণ করেন, যা আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। সকাল থেকেই চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন রাজবাড়ী চার্চের যাজক জেমস হালদার।
দিনব্যাপী আয়োজনে বিশেষ প্রার্থনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।