উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল কারাগারে

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেলের জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে রুবেল ও তার বাবা আব্দুল হাই মোল্লার জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত রুবেল ও তার বাবার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় রুবেল ১৭ নম্বর ও তার বাবা হাই মোল্লাকে ২০ নম্বর আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

হামলার সময় আন্দোলনকারীরা “কোটা না মেধা”, “স্বৈরাচার নিপাত যাক” ইত্যাদি স্লোগান দিচ্ছিল। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর, গুলি বর্ষণ এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। মামলায় উল্লেখ করা হয়, হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, এই হামলা একটি যৌক্তিক আন্দোলনকে দমনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল কারাগারে

আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেলের জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে রুবেল ও তার বাবা আব্দুল হাই মোল্লার জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত রুবেল ও তার বাবার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় রুবেল ১৭ নম্বর ও তার বাবা হাই মোল্লাকে ২০ নম্বর আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

হামলার সময় আন্দোলনকারীরা “কোটা না মেধা”, “স্বৈরাচার নিপাত যাক” ইত্যাদি স্লোগান দিচ্ছিল। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর, গুলি বর্ষণ এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। মামলায় উল্লেখ করা হয়, হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, এই হামলা একটি যৌক্তিক আন্দোলনকে দমনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।