রাজবাড়ীতে ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপির সমাবেশ স্থগিত
- আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ী সফরকে কেন্দ্র করে গোয়ালন্দ উপজেলা বিএনপির ৫ জানুয়ারির পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
তিনি জানান, “ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছে। বিএনপির পক্ষ থেকে সমাবেশ স্থগিতের এ ঘোষণা ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে পারস্পরিক সমন্বয়ের অংশ বলে ধারণা করা হচ্ছে।