রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি, শ্রমিকনেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরীর স্মরণে রাজবাড়ীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন আশু ভরদ্বাজ স্মৃতি সংসদে এই স্মরণসভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। বক্তব্য প্রদান করেন পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম মোঃ মোস্তফা, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বাবন চক্রবর্তী, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী প্রমূখ।
সভায় বক্তারা কমরেড শহীদুল্লাহ চৌধুরীর শ্রমিক আন্দোলনে অবদান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তার লড়াইকে স্মরণ করেন।
তারা বলেন, শহীদুল্লাহ চৌধুরী শ্রমিকদের সংগঠিত করার জন্য ট্রেড ইউনিয়ন কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।
বক্তারা আরও বলেন, কমিউনিস্ট পার্টি সাম্যবাদী সমাজ ব্যবস্থার ওপর বিশ্বাসী, যেখানে শোষণ ও বৈষম্যের অবসান ঘটে। তারা শহীদুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভার শুরুতে শহীদুল্লাহ চৌধুরী এবং ২০০১ সালে পল্টন ময়দানে বোমা হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।