দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে দৌলতদিয়া থেকে হেরোইনসহ শফিক তালুকদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার মৃত্যু জলিল তালুকদারের ছেলে। ।
থানা সূত্রে জানাযায় মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. রুস্তম আলী সংগীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকায় লঞ্চঘাটের পায়ে হাঁটা রাস্তার পাশে খলিল মণ্ডলের মুদি দোকানের সামনে থেকে ৪০ পুরিয়া হেরোইনসহ ওই মাদক কারবারিকপ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সবসময় তৎপর।