রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার ট্যাপান্টেডল ট্যাবলেট সহ মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকার জব্বার মন্ডলের ছেলে।
ডিবি সূত্রে জানাযায় সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা শহীদ ওহাবপুরের ছোট নুরপুর সাকিনস্থ ছোট নুরপুর জামে মসজিদের উত্তর-পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ২শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ জানুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান আমাদের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা সবসময় তৎপর।