নবজাগরণ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে নবজাগরণ সামাজিক সংগঠনের একঝাঁক তরুণদের উদ্যোগে ব্যাডমিন্টুন টুর্নামেন্ট ২০২৫ এর খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(২৪ই ডিসেম্বর) রাত সাড়ে ৮ ঘটিকায় উজানচর ইউনিয়ন পরিষদ মাঠে প্রগঙ্গে নবজাগরণ সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সুজাদদ্দিন সুজাদের সভাপত্বিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।বাছাই পর্যাক্রমে খেলার ধারাবাহিকতা দুটি দল ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন। ফাইনাল ম্যাচে ৩টি ধাপে খেলা শেষে রাইয়ান সুপার স্টার চ্যাম্পিয়ান আব্দুল আলী রিক্সা একাদশ রার্নাসআপ দল।চ্যাম্পিয়ান দল কে ট্রফি সহ পাঁচ হাজার টাকা ও রার্নাসআপ দল কে দুই হাজার পাঁচশত টাকা পুরুষ্কার বিতরনী করা হয়েছে।
এ আয়োজিত টুর্নামেন্ট অতিথি ছিলেন, মুরাদ আল রেজা যুগ্ন-আহ্বায়ক জেলা যুবদল,সেলিম খান ছলিম সভাপতি উজান চর ইউনিয়ন বি,এন,পি, রেজাউল করিম মিঠু সভাপতি গোয়ালন্দ উপজেলা ছাত্রদল,মুক্তার হোসেন সাধারণ-সম্পাদক গোয়ালন্দ পোর ছাত্রদল,চুন্নু মীর মালত সাবেক সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা,কাউছার হোসেন সহ-সভাপতি গোয়ালন্দ উপজেলা ছাত্রদল, আক্তার হোসেন সভাপতি উজান চর ইউনিয়ন সেচ্ছাসেবক দল, সুলতান হোসেন উদ্দেক্তা উজান চর ইউনিয়ন পরিষদ, মামুন বেপারী যুগ্ম সাধারণ- সম্পাদক গোয়ালন্দ উপজেলা ছাত্রদল ও নবজাগরনের সামাজিক সংগঠনের খেলা পরিচালনা দায়িত্বে ছিলেন,মোঃশফিকুর রহমান,ইলিয়াস হোসেন, হাবিল,সাকিব কাজী,রাকিব সরদার,হানিফ শেখ,আশরাফুল আলম,শরিফ শেখ,সাগর,সাকিব প্রমূখ।