রাজবাড়ীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট: শেখ ফিলিং স্টেশনকে ধন্যবাদ জ্ঞাপন
- আপডেট সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিএসটিআই ফরিদপুর শাখার উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং শেখ ফিলিং স্টেশনের ইলেকট্রনিক মিটার সঠিক থাকায় তাদের ধন্যবাদ জানানো হয়।
গত ২১ জানুয়ারি রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে মণ্ডল ফুড প্রোডাক্টস, হরিহরপুর, খানগঞ্জ, সদর, রাজবাড়ী এর বিরুদ্ধে সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের জন্য “বিএসটিআই আইন-২০১৮” এর ৩০ ধারায় ১০,০০০ টাকা জরিমানা এবং সরিষার তেলের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার কারণে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় আরও ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, কালুখালী উপজেলায় অবস্থিত শেখ ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন, এবং ডিজেলের পরিমাপ সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।