সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী কালুখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আবু সাঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
- আপডেট সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে শাফিন মন্ডল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজের পাশে পোড়াদহ-রাজবাড়ী গামী ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত শাফিন মন্ডল পাংশা উপজেলার চরআফড়া গ্রামের মিলন মন্ডলের ছেলে। ঘটনাস্থলে উপস্থিত রাজবাড়ী জিআরপি থানার এসআই বিশ্বজিত কুমার ঘোষ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লাকী বেগম জানান, “আমি দূরে ছাগলের ঘাস কাটার সময় ছেলেটিকে বসে থাকতে দেখি। ট্রেন যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে। আমি দৌড়ে কাছে গেলে কিছু সময়ের মধ্যেই সে মারা যায়।”
স্বজনদের মধ্যে থেকে জানা যায়, মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে আবদার করায় এবং বাবার সঙ্গে রাগারাগি হওয়ার পর শাফিন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসে।