ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে রাজবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা
- আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ (২৬ জানুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে সদর উপজেলার বাণীবহ বাজারে এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অংকন পাল।
ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯ এর ৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় ৫(৪) ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ১,৮০০ টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় একটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ২,৮০০ টাকা জরিমানা আদায় করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মো. আব্দুর রশিদ। অভিযানের শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী পুলিশ লাইনের একটি টিম দায়িত্ব পালন করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।