সংবাদ শিরোনাম ::
সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান, রাজবাড়ীর জনসভায় লালু ১৭ বছর গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, যত তারাতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই– মিন্টু পিরোজপুরে মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গোয়ালন্দে ভাই-বোনের সঙ্গে অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে তরুণীর আত্মহনন আমদানিকৃত চিঁটাগুড় প্রথমবারের মতো মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জ’র বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়ালন্দে আনন্দ র‍্যালি গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা টিটু গ্রেপ্তার গোয়ালন্দে যৌনপল্লী থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে জনসভা সফল করতে পৌর বিএনপির প্রস্তুতি সভা রাজবাড়ীতে গড়াই নদীর চর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
সংবাদ শিরোনাম ::
সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান, রাজবাড়ীর জনসভায় লালু ১৭ বছর গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, যত তারাতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই– মিন্টু পিরোজপুরে মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গোয়ালন্দে ভাই-বোনের সঙ্গে অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে তরুণীর আত্মহনন আমদানিকৃত চিঁটাগুড় প্রথমবারের মতো মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জ’র বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়ালন্দে আনন্দ র‍্যালি গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা টিটু গ্রেপ্তার গোয়ালন্দে যৌনপল্লী থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে জনসভা সফল করতে পৌর বিএনপির প্রস্তুতি সভা রাজবাড়ীতে গড়াই নদীর চর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান, রাজবাড়ীর জনসভায় লালু

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংবাদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আপনারা গত ছয় মাসে দেশের কোনো সংস্কার করতে পারেননি। ৫ আগস্টের আগে বিএনপি সংস্কার করতে চেয়েছিল, আর এই সংস্কার আন্দোলনের মহানায়ক ছিলেন তারেক রহমান। কাজেই সংস্কার-সংস্কার না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, দেশের সংস্কার করবে বিএনপি ও দেশের মানুষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে রাজবাড়ীর দুটি সংসদীয় আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দেবে। যদি আপনারা এই দুটি আসন উপহার দিতে পারেন, তবে আপনাদের সব দাবি পূরণ করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ হারুন প্রমূখ।

বক্তারা তারেক রহমানের সংস্কার আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজবাড়ীসহ সারা দেশে বিএনপির শক্তিশালী অবস্থান গড়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা রাজবাড়ীর দুটি আসনে বিএনপির বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে রাজবাড়ী জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান, রাজবাড়ীর জনসভায় লালু

আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংবাদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আপনারা গত ছয় মাসে দেশের কোনো সংস্কার করতে পারেননি। ৫ আগস্টের আগে বিএনপি সংস্কার করতে চেয়েছিল, আর এই সংস্কার আন্দোলনের মহানায়ক ছিলেন তারেক রহমান। কাজেই সংস্কার-সংস্কার না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, দেশের সংস্কার করবে বিএনপি ও দেশের মানুষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে রাজবাড়ীর দুটি সংসদীয় আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দেবে। যদি আপনারা এই দুটি আসন উপহার দিতে পারেন, তবে আপনাদের সব দাবি পূরণ করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ হারুন প্রমূখ।

বক্তারা তারেক রহমানের সংস্কার আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজবাড়ীসহ সারা দেশে বিএনপির শক্তিশালী অবস্থান গড়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা রাজবাড়ীর দুটি আসনে বিএনপির বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে রাজবাড়ী জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।