সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন
গোয়ালন্দ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সেবা ও প্রচার সপ্তাহ ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানসহ স্থানীয় শ্রমজীবি নারী-পুরুষরা।
এসময় ডা. আব্দুর রহমান বলেন, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে তৃণমুল পর্যায়ে সেবা পৌছে দিতে এবং প্রচারের লক্ষে আমরা উপজেলার দুর্গম অঞ্চলগুলোকে বেছে নিয়েছি। দুর্গম অঞ্চলের সাধারণ শ্রমজীবী মানুষ সাধারণত এ ধরনের সেবা থেকে বঞ্চিত হয়। এ কারনে উপজেলার নদী ভাঙন কবলিত এবং সবচেয়ে অবহেলিত দেবগ্রাম ইউনিয়নের উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।