সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
দ্বাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
সাধারণ জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশীতে চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার শেখ এর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার শেখ তার নিজ বাড়ীতে এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান। দেলোয়ার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এবং ইউনিয়নে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
প্রার্থী দেলোয়ার শেখ বলেন, ছাত্রলীগের এরশাদের নেতৃত্বে গতকাল সন্ধ্যার পর কামালপুর ও দ্বাদশীতে তার দুইটি অফিস ভাংচুর করেছে। ভাংচুরের প্রমাণ না রাখতে ভাঙ্গা চেয়ার পর্যন্ত নিয়ে গেছে। এছাড়া গতকাল তার এক মহিলা কর্মীর হাত ভেঙ্গে দেয়া হয়েছে। এখন প্রায় ভোটের প্রচার প্রচারনায় বাঁধা দেয়া হচ্ছে। তার জনপ্রিয়তায় ভীত হয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। ভোট গ্রহন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সবাই আশ্বস্ত করেছেন। তিনিও আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে এবং ২৬ ডিসেম্বরের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, এখন যে ভাবে তার কর্মী সমর্থকদের ওপর চাপ দেয়া হচ্ছে। তাতে তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভূগছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ভাংচুর যদি হতো, তাহলে তো প্রমান থাকতো।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল কামালপুরে আনারস প্রতীকের অফিসের চেয়ারগুলো এলোমেলো থাকলেও ভাংচুরের কোন আলামত পাওয়া যায়নি। তবে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।