আমেরিকা প্রবাসী সেজে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে উধাও নারী
- আপডেট সময় : ১২:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আমেরিকা প্রবাসী সেজে অভিনব কায়দায় প্রকাশ্যে গৃহকর্তার সাড়ে ৭ লাখ টাকা নিয়ে সুদর্শনা নারী প্রতারক মুহূর্তেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামে।
জানা যায়, উপজেলার চাঁদ ইউনিয়নের চাঁদপুর বাজারের পূর্বপাশে সবুজ মাহমুদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত আমেরিকায় বসবাস করেন। এই সুবাদে তাদের বাড়ির আত্মীয়স্বজন অনেকেই এখন আমেরিকা প্রবাসী।
বুধবার বিকালে হঠাৎ আধুনিক পোশাক পরিহিত ও স্বর্ণালংকার সম্বলিত এক সুদর্শনা নারী সবুজ মাহমুদের বাড়িতে এসে বলে সে আমেরিকা থেকে এসেছে, তিনি সবুজের সঙ্গে আমেরিকায় থাকেন। সবুজের অনেক পীড়াপীড়িতে বেড়াতে এসেছেন বলে তার মাকে জানান।
সম্প্রতি বাড়িতে ঘটে যাওয়া সব কিছুই সে হু-বহু বর্ণনা করতে থাকেন। প্রতারক নারী সবুজের মাকে জানায় সে সেপ্টেম্বরের ৮ তারিখে দেশে এসেছে। সে তিন মাস দেশে থাকবে। ওই নারী সবুজের বাড়িতে এসে বলে সবুজ ৬ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার আগে সাড়ে সাত লাখ টাকা বাড়িতে রেখে গেছেন। ওই টাকার সঙ্গে আমার কিছু টাকা রাখেন এই বলে আলমারির ড্রয়ারে তার টাকাগুলো রাখেন এবং কেবিনেটের ভেতর চাবি রাখেন। বাড়ির সদস্যরা অতিথিকে আপ্যায়ন করাতে বিশেষভাবে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে চাবি দিয়ে ড্রয়ার খুলে সাড়ে সাত লাখ টাকা নিয়ে ২০ মিনিটের মধ্যেই উধাও হয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও আর তাকে পাওয়া যায়নি।
আমেরিকা প্রবাসী সবুজ মাহমুদের মা সাজেদা বেগম জানান, আমার ছেলে, ভাইপো এবং এলাকার যারা আমেরিকা প্রবাসী তাদের খবরাখবর সব হু-বহু মিলে যাচ্ছে। সবুজ বাড়ি এসে কাজের কী পরিকল্পনা ছিল, আমার বাড়ির কাজে কে টাকা দিচ্ছে এবং কার কাছ থকে ইট, সিমেন্ট ও বালি আনছি এবং কত টাকা পরিশোধ করছি সব কথা মিলে যায়। আমার ছেলের বন্ধু ইটখোলার মালিক হরিদেবপুরের কবির। ওই প্রতারক মেয়ে কবিরের ফুফাতো বোন এবং কাপাসিয়ার ভুঁইয়াপাড়ায় তার গ্রামের বাড়ি বলে পরিচয় দেয়।
তিনি জানান, সোনার অলংকার পরা সুন্দর চেহারা দেখে এবং কথায় মেয়েটিকে আমেরিকার প্রবাসী বলেও বিশ্বাস হয়েছিল। তাই তাকে ঘরে নিয়ে বসতে দিয়েছিলাম। তার কিছু টাকা আমার ছেলের রেখে যাওয়া টাকার সঙ্গে রাখতে দিয়েছিলাম। সেই সুযোগে আমার ড্রয়ারে রাখা সাড়ে ৭ লাখ টাকা নিয়ে চলে যায়। পরক্ষণে বাড়িতে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়- ওই নারী তিন চাকার একটি ব্যাটারিচালিত ছোট রিকশায় চড়ে চলে যাচ্ছেন।
প্রবাসী সবুজের বড়ভাই দিদার হোসেন জানান, ছোট ভাইয়ের সঙ্গে আমেরিকায় থাকে বলে সহজেই তাকে আমরা আপন করে নিয়েছিলাম। সরলতার সুযোগে এতগুলো টাকা নিয়ে যাবে ভাবতেই পারি না। কীভাবে যে এত অল্প সময়ে টাকাগুলো নিয়ে চলে গেল। এখন তা ব্যাখ্যা করার মতো ভাষা নেই।
প্রতিবেশী সঞ্জীব চন্দ্র দাস জানান, সবুজের সঙ্গে আমেরিকা থাকে বলে তাকে অতিথি মনে করা হয়। সরলতার সুযোগ নিয়ে অবাক করার মতো কাণ্ড ঘটিয়ে টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল।
এ ব্যাপার কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ যুগান্তরকে বলেন, এমন একটি ঘটনার খবর শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। লিখত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, ইতোপূর্বে কাপাসিয়া উপজেলা সদরসহ বিভিন্ন জায়গা থেকে নারী প্রতারক চক্র একই কায়দায় প্রবাসীদের বর্ণনা দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।