গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হতে হবে: জয়নাল আবেদীন
- আপডেট সময় : ১০:৪০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার হওয়া উচিত এবং তাদের নেতাকর্মীদের “বিষদাঁত” ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নাল আবেদীন বলেন, “প্রথমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের জন্য বিচার করতে হবে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তা দেশের মানুষ ঠিক করবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা গোখরা সাপের মতো, তাদের এমনভাবে নির্মূল করতে হবে যেন তারা আর দেশের মানুষকে ক্ষতি করতে না পারে। একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।”
পরে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানা পরিদর্শন করেন।
এসময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।