সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় যুবকের বাড়িতে হামলা ও লুটপাট
- আপডেট সময় : ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার ধনাইদ এলাকায় এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে স্থানীয় জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনাইদ এলাকার জাহিদুল ইসলাম স্থানীয় মাসুদ রানাকে সাত লক্ষ টাকা ধার দেন। তবে সেই টাকা ফেরত চাইলে মাসুদ রানা টালবাহানা করতে থাকেন। আজ সকালে এ নিয়ে একটি সালিশ বৈঠকে মাসুদ রানা জাহিদুলকে মারধর করেন। পরে অভিযুক্ত মাসুদ রানা, জসিমসহ অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে জাহিদুলের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ি ঘর ভাঙচুর করে এবং ঘর থেকে জমি বিক্রির প্রায় পাঁচ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা জাহিদুল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। হামলার সময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে ৬১টি ভাড়াটিয়া পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও ভাড়াটিয়ারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।