তেতুলঝোড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ১২:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ভারতীয় চক্রান্ত, চাঁদাবাজি, মাদক, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের তেঁতুলঝোড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আলহাবীব, মাওলানা মনির হুসাইন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এবং মাওলানা আলী আ’জম। বক্তারা বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদী চক্রান্ত ও নিপীড়নের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তারা ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার কথা উল্লেখ করে বলেন, “হেফাজতে ইসলামের ওপর হওয়া নির্যাতন দেশের ইতিহাসে নজিরবিহীন।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী মো. কফিলউদ্দিন সরকার এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার। এছাড়াও ঢাকা জেলার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।