হাইকোর্টে রিটে প্রার্থীতা ফিরে পেলেন আ.লীগের ‘বিদ্রোহী’চেয়ারম্যান প্রার্থী রাজা
- আপডেট সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
হাই কোর্টের রিটে প্রার্থীতা ফিরে পেলেন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’প্রার্থী আখতার উদ্দিন আহমেদ। হাইকোর্টের আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্ধ দিতে রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। আখতার উদ্দিন আহমেদ রাজা জেলা আওয়ামীলীগের সদস্য ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
প্রার্থীর এক রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোটের বেঞ্চ শুনানি শেষে ওই প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্ধের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার এই আদেশের কপি হাতে পান রিটকারীর আইনজীবী কিশোর কুমার মণ্ডল।
রিটকারী আখতার উদ্দিন আহমেদ রাজা বলেন, কে বা কারা তাঁর স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর করেন।
এ দিকে শুক্রবার প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভূক্ত করে প্রতীক বরাদ্ধের জন্য লিখিত আবেদনও করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীর মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। এর প্রেক্ষিতে পরের দিন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ সুপ্রীম কোটের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। এর প্রেক্ষিতে সুপ্রীম কোটের আপিল বিভাগ তাকে প্রতীক বরাদ্ধের আদেশ দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোহসীন রেজা বলেন, প্রার্থীতা প্রত্যাহারে ওই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। শুক্রবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আদেশের কপি তিনি পেয়েছেন। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ওই প্রার্থী নির্বাচনে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। আদেশে তাঁকে প্রতীক বরাদ্ধ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে প্রতীক বরাদ্ধ দেওয়ার বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো হয়েছে। কমিশনের আদেশের পর ওই প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার দিঘীসহ ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা (নৌকা)। এ ছাড়াও্ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান (চশমা) এবং নুসরাত ইসলাম (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।