সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর পাংশায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় ২শ ফেন্সিডিল ও ২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর পাংশা এলাকার সত্যজিৎপুর গ্রাম সংলগ্ন কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শনিবার (২০ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তা নিশ্চত করেন র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।
আটককৃতরা হলো- কুষ্টিয়া দৌলতপুর থানার হরিনগাছী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (২২) এবং একই এলাকার নাটনা পাড়া গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে মো. সুরুজ ইসলাম (২০)।
প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার বিকেলে রাজবাড়ীর পাংশা এলাকার সত্যজিৎপুর গ্রাম সংলগ্ন কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম ও মো. সুরুজ ইসলাম আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২শ ফেন্সিডিল, ২কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করে।
এছাড়াও জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে।
প্রেস ব্রিফিংয়ে আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।