কর্মস্থলে ফেরা হলোনা আলিম খানের
- আপডেট সময় : ১২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
ঢাকা-আরিচা মহাসড়কের জেলা কারাগারের সামনে সড়ক দূর্ঘটনায় আব্দুল আলিম খান (৩২) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশা চালক।
রোববার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার উচুটিয়ায় এলাকায় জেলা কারাগারের সামনে(ধলেশ্বরী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের কাছে ) এই দূর্ঘটনাটি ঘটে। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলিম ঘিওর উপজেলার জাবরা গ্রামের আব্দুল জলিলের পুত্র। সে ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আলিম খান গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকায় শ্বশুর বাড়িতে আসে। ছুটি শেষে শশুর বাড়ি থেকে রিকশা নিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন পথিমধ্যে রোববার সকাল ৬টার দিকে রিকশাটি ধলেশ্বরী পাম্পের সামনে আসলে পাটুরিয়া অভিমুখে একটি ড্রামট্রাক রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত রিকশা চলককে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তরত ডাক্তার ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আলিম ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যপারে আইনগত ব্যবস্থাপ্রক্রিয়াধীন। লাশের ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।