বালিয়াকান্দিতে ফলাফল ঘোষণার পর ২টি মোটরসাইকেল ও ২টি মাহেন্দ্রে আগুন \ ৪৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ১১:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ৭৩৪ বার পড়া হয়েছে
বালিয়াকান্দি ( রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি কেন্দ্রে রবিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটে। এসময় নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও ২টি মাহেন্দ্রে অগ্নিসংযোগ করে। পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ওই কেন্দ্রের দায়িত্বরত এস,আই আশরাফ হোসেন বলেন, পাইককান্দি কেন্দ্রের ভোট গণনার আগে থেকেই উত্তেজনা দেখা দেয়। ফলাফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের সড়কের নির্মাণকাজে ব্যবহৃত ইট নিক্ষেপ করে। পুলিশ ও আনসার সদস্যরা ৪৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মাহেন্দ্র ও নির্বাচন কর্মকর্তাদের ব্যবহৃত দু,টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় কয়েকজন আনসার সদস্যও আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।