তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে পিরোজপুরে এক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার বিকেল ৪টায় পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান।
সংবাদ সম্মেলনের বক্তব্যে ছাত্রদল নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধার সম্ভব নয়।
রিয়াদ রহমান বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু আজ সেই রাষ্ট্র কাঠামো ধ্বংসপ্রাপ্ত। জনগণের মালিকানা ও অধিকার ফিরিয়ে দিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের অপসারণের পর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা জরুরি। সেই সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও জুয়েল হোসেন।
এছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ আরও অনেক নেতাকর্মী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং বর্তমান রাষ্ট্রীয় সংকট উত্তরণের জন্য গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।