পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-২০ খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহেরাব হোসেন অপি। এ সময় বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “রাজশাহী বিভাগে উদ্বোধনের পর ফরিদপুরে এবং আজ পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-২০ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে আমরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করছি। এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ চাই এবং খেলাধুলার প্রসার হবে তার অন্যতম মাধ্যম।”
পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টি-২০ ম্যাচটি একদিনের আয়োজন। টুর্নামেন্টে লাল এবং সবুজ নামে দুটি দল অংশগ্রহণ করে।
জেলা পর্যায়ের এই খেলার মাধ্যমে খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।