পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
- আপডেট সময় : ০৪:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মহিলা পরিষদের উদ্যোগে এবং লিগ্যাল এইডের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি অফিসে মহিলা পরিষদের কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সহসভাপতি অপর্ণা হালদার, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, লিগ্যাল এইডের পক্ষে মিনারা বেগম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, এডভোকেট দিলীপ মাঝি, লাইজু আক্তার এবং কানিজ ফাতেমা হাসি।
আলোচনা সভায় নারী নির্যাতন প্রতিরোধ এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।