পিরোজপুরে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে সভা এবং আর্থিক সহায়তা বিতরণ
- আপডেট সময় : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
পিরোজপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জেলা জামায়াতের আমির মো. তাফাজ্জেল হোসাইন ফরিদ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের পরিবার এবং আহতরা সভায় উপস্থিত ছিলেন। নিহত পরিবারের স্বজনরা তাদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশকে নতুনভাবে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল। বৈষম্য দূর করার এবং মুক্তির সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করে এ ছাত্ররা পুনরায় স্বাধীনতা অর্জনের মশাল জ্বালিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।”
সভায় পিরোজপুরে নিহত মো. রফিকুল ইসলাম, মো. এমদদুল হক, মো. আবু জাফর হাওলাদার, মো. মামুন খন্দকার, এবং মো. হাফিজুল সিকদারের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া, গণঅভ্যুত্থানে আহত ৬৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং আহতদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমবেদনা ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।