পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্য নিয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল ম্যাচ-২০২৪। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পিজিএইচএস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক বাবুল সরকার, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. শামসুল আলম এবং পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সুবহান।
অনুষ্ঠানে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “মাদক সমাজ ও জাতির ধ্বংসের মূল কারণ। এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং পরিবারে অন্ধকার নেমে আসে। মাদকবিরোধী কার্যক্রমে সকলের একত্রিত অংশগ্রহণই পারে সমাজকে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে।”
ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।