আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

এস এম নুর, জেলা প্রতিনিধি পিরোজপুর
  • আপডেট সময় : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্সের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ ও মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দ।

ওয়ান্ডার্স ক্লাব পিরোজপুরের সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল। দলগুলো হলো, শরণখোলা ফুটবল একাডেমি, বাগেরহাট নূরনবী ফুটবল একাডেমি, ঝালকাঠি ভান্ডারিয়া একাদশ, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব, পিরোজপুর নাজিরপুর ক্রীড়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডউয়াতলা ফুটবল একাডেমি, বরগুনা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট এবং নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি।

আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্সের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ ও মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দ।

ওয়ান্ডার্স ক্লাব পিরোজপুরের সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল। দলগুলো হলো, শরণখোলা ফুটবল একাডেমি, বাগেরহাট নূরনবী ফুটবল একাডেমি, ঝালকাঠি ভান্ডারিয়া একাদশ, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব, পিরোজপুর নাজিরপুর ক্রীড়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডউয়াতলা ফুটবল একাডেমি, বরগুনা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট এবং নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি।

আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া হবে।”