পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালিত

এস এম নুর, জেলা প্রতিনিধি পিরোজপুর
  • আপডেট সময় : ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে

পিরোজপুরে উদ্দীপন শিশু ও যুব ক্লাবের উদ্যোগে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্দীপনের নিজস্ব কার্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পিরোজপুর আঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইয়ুম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদ্দীপন পিরোজপুর জোনাল ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম এবং সিনিয়র প্রশিক্ষক নাজমা বেগম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব সদস্য সানজিদা আফরিন সাফা, আর স্বাগত বক্তব্য রাখেন অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, উদ্দীপন সামাজিক প্রকল্প। শিশু ও যুব ক্লাবের সদস্যদের পক্ষে বক্তব্য দেন হালিমা তুজ সাদিয়া ও মারিয়া আক্তার মিম।

বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগ এবং সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, নারী-পুরুষ সমতা নিশ্চিত করা এবং যেকোনো নির্যাতনের আশঙ্কা দেখা দিলে সরকারি হটলাইন ১০৯-এ যোগাযোগ করার গুরুত্ব।

অনুষ্ঠানে ক্লাব সহায়ক বিজলী হালদারসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিশু ও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও শিশু অধিকার বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালিত

আপডেট সময় : ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে উদ্দীপন শিশু ও যুব ক্লাবের উদ্যোগে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্দীপনের নিজস্ব কার্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পিরোজপুর আঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইয়ুম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদ্দীপন পিরোজপুর জোনাল ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম এবং সিনিয়র প্রশিক্ষক নাজমা বেগম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাব সদস্য সানজিদা আফরিন সাফা, আর স্বাগত বক্তব্য রাখেন অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, উদ্দীপন সামাজিক প্রকল্প। শিশু ও যুব ক্লাবের সদস্যদের পক্ষে বক্তব্য দেন হালিমা তুজ সাদিয়া ও মারিয়া আক্তার মিম।

বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগ এবং সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, নারী-পুরুষ সমতা নিশ্চিত করা এবং যেকোনো নির্যাতনের আশঙ্কা দেখা দিলে সরকারি হটলাইন ১০৯-এ যোগাযোগ করার গুরুত্ব।

অনুষ্ঠানে ক্লাব সহায়ক বিজলী হালদারসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিশু ও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও শিশু অধিকার বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।